অনির্বচনীয়
কথায় যা প্রকাশ করা যায় না- তুমি
দূরাগত পাহাড়ের ঢালে বসে এইসব
কতো কথা হয় সু মহান কবি আমার
ঝিরিঝিরি বৃষ্টির গতি নিয়ে আসা পথ
পথ বহুবছরের জীববিবর্তনের আদর্শ
আদর্শ নিঃসন্দেহে প্রশংসনীয়- হ্যা তুমি ই
বাড়ছো বাড়ছে কবিতা বাড়ার খুব নিকট
অতঃপর
কারা বৈষম্যর কর্পোরেট ভোঁদা চেটেপুটে
হয়ে উঠো বাল-ছাল বাঘ-ছাল বাকশাল
এখন একদিন হয়ে উঠো কর্পোরেট মার্চেন্ট
কিনোই কবিতার সরঞ্জাম পরিমিত আচরণ।
জহির খান
Head and Neck Cancer : Ways to prevent and Treatment of head-neck cancer
https://www.asianjournal24.com/2021/08/head-and-neck-cancer-ways-to-prevent.html
Early symptoms of a heart attack

0 মন্তব্যসমূহ