মোশতাকের মন্ত্রিসভা

মোশতাকের মন্ত্রিসভা


১৯৭৫ সালের ১৫ই অগাস্টের ভোরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ওই দিনই রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেন বঙ্গবন্ধু হত্যার প্রধান কৌসুলি খন্দকার মোশতাক আহমেদ।যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী ছিলেন। একই বছরের তেসরা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে রাষ্ট্রপতি হিসাবে মাত্র ৮৩ দিন ক্ষমতায় ছিলেন তিনি।

খন্দকার মোশতাকের মন্ত্রিসভা :
বা মোশতাকের মন্ত্রিসভায় যারা ছিলেন:


রাষ্ট্রপতি -খন্দকার মোশতাক আহমেদ 

উপরাষ্ট্রপতি - মোহাম্মদ উল্লাহ 

পররাষ্ট্রমন্ত্রী - বিচারপতি আবু সাঈদ চৌধুরী 

পরিকল্পনামন্ত্রী - এম ইউসুফ আলী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী - ফণীভূষণ মজুমদার 

পূর্ত ও গৃহনির্মাণ মন্ত্রী - সোহরাব হোসেন
 
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী - আব্দুল মান্নান

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী - শ্রী মনোরঞ্জন ধর 

কৃষি ও খাদ্যমন্ত্রী - আব্দুল মোমিন 

বন্দর, জাহাজ চলাচল মন্ত্রী - আসাদুজ্জামান খান

অর্থমন্ত্রী - ড. আজিজুর রহমান মল্লিক 

শিক্ষামন্ত্রী - ড. মোজাফফর আহমেদ চৌধুরী 

মোশতাকের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ছিলেন যারা :

শাহ মোয়াজ্জেম হোসেন 
বিমান ও পর্যটন

দেওয়ান ফরিদ গাজী
বাণিজ্য ও খনিজ সম্পদ

তাহেরউদ্দিন ঠাকুর
তথ্য, বেতার ও শ্রম

অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী
শিল্প মন্ত্রণালয়

নুরুল ইসলাম মঞ্জুর
রেল ও যোগাযোগ মন্ত্রণালয়

কে এম ওবায়দুর রহমান
ডাক ও তার

মসলেম উদ্দিন খান হাবু মিয়া
পাট মন্ত্রণালয়

ডা. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল 
ত্রাণ ও পুনর্বাসন দফতর

রিয়াজউদ্দিন আহমেদ
বন, মৎস্য ও পশুপালন

সৈয়দ আলতাফ হোসেন
সড়ক যোগাযোগ

মোমেন উদ্দিন আহমেদ
বন্যা পানি বিদ্যুৎ

এনাম হোসেন 

আরও পড়ুন: 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ