বিশ্বের অধিকাংশ মোড়ল রাষ্ট্র ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এখনও অনেক দেশ স্বীকৃতি দেয়নি ইসরাইলকে।
যেসব দেশ ইসরাইলকে স্বীকৃতি দেয়নি
সৌদি আরব
সৌদি আরব এখনো ইসরাইলকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে এই অবস্থা শিগগিরই বদলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমালিয়া
ইসরাইলের সাথে সোমালিয়ার কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
সিরিয়া
প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ার সাথে ইসরাইলের সম্পর্ক বেশ দুর্বল। দু’দেশের মধ্যে গোলান হাইটস এলাকা নিয়ে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে।
আফগানিস্তান
দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান এখনো ইসরাইলকে স্বীকৃতি দেয়নি।
আলজেরিয়া
ইসরাইল আলজেরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও আলজেরিয়া এখনো তা করেনি। এমনকি উত্তর আফ্রিকার দেশগুলো যখন ইসরাইলের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে, আলজেরিয়া সেদিকে আগায়নি।
বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ ইসরাইলকে এখনো স্বীকৃতি দেয়নি। ফলে ইসরাইলি পাসপোর্ট নিয়ে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারে না। একইভাবে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ইসরাইলে প্রবেশ করা যায় না।
ভুটান
ইসরাইলের সাথে ভুটানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
ব্রুনাই
ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ব্রুনাই।
কোমোরোস
কোমোরোস দ্বীপপুঞ্জের সাথে ইসরাইলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দুদেশের মধ্যে যৌথ বাণিজ্যিক সম্পর্কের উদাহরণ রয়েছে।
জিবুতি
জিবুতির সাথে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরাইলের। অতীতে এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি।
ইন্দোনেশিয়া
ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও অনানুষ্ঠানিকভাবে দুই দেশের মধ্যে যোগাযোগ রয়েছে। এমনকি ইসরাইলিরা চাইলে সিঙ্গাপুর থেকে ভিসা নিয়ে বালিতে যেতে পারেন। আর ইন্দোনেশিয়রা তীর্থযাত্রী হিসেবে ইসরাইলে যেতে পারেন।
ইরাক
২০০৩ সালে ইরাক যুদ্ধের পর ইসরাইলের সাথে দেশটির সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটা এখনো সম্ভব হয়নি।
কুয়েত
ইসরাইলের সাথে কুয়েতের সম্পর্ক কখনোই বন্ধুভাবাপন্ন হয়নি। ইসরাইলের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কেউ দেশটিতে প্রবেশ করতে পারে না।
পাকিস্তান
নানামুখী চাপ সত্ত্বেও ইসরাইলকে স্বীকৃতি দেয়া থেকে বিরত রয়েছে পাকিস্তান। দেশটির পাসপোর্টধারী কেউ পাকিস্তানে প্রবেশও করতে পারে না।
কাতার
ইসরাইলের সাথে কাতারের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে দু’দেশের মধ্যে একসময় বাণিজ্যিক সম্পর্ক ছিল।
ইয়েমেন
ইয়েমেনের সাথে ইসরাইলের কোনো ধরনের সম্পর্ক নেই। ইসরাইলি পাসপোর্ট বা ইসরাইলের স্টাম্প আছে এমন কোনো পাসপোর্ট নিয়ে ইয়েমেনে প্রবেশ করা যাবে না।
লেবানন
লেবানন ও ইসরাইলের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ অব্যাহত রয়েছে। বিভিন্ন সংস্থার জরিপে দেখা গেছে, উভয় দেশের জনগণের একটা বড় অংশ প্রতিবেশিদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে।
লিবিয়া
আফ্রিকার দেশ লিবিয়ার সাথে ইসরাইলের কোনো সম্পর্ক নেই।
মালয়েশিয়া
মালয়েশিয়ার সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি দেশটির পাসপোর্ট নিয়ে ইসরাইলে প্রবেশও করা যায় না। তবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
মরক্কো
যদিও ইসরাইলকে মরক্কো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবুও দু’দেশের মধ্যে গোপন সম্পর্ক রয়েছে।
উত্তর কোরিয়া
ইসরাইলকে রাষ্ট্র হিসেবে মানতে নারাজ উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক বেশ শত্রুতাপূর্ণ।
ওমান
আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি ওমান। তবে ১৯৯৬ সাল থেকে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।
যেসব মুসলীম দেশ ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে
ইসরাইলকে স্বীকৃতি দানকারী মুসলীম রাষ্ট্রের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।ইসরাইলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলীম দেশ হচ্ছে তুরস্ক ! ১৯৭৯ সালে মিসর ১৯৯৪ সালে জর্দান ইসরাইলকে স্বীকৃতি দিয়েছে।গত বছর আরব আমিরাত এবং বাহরাইন দু’টি রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে।এছাড়া সৌদি আরব,সুদান ওমানসহ ১০টি দেশ ইসরাইলের সাথে সম্পূর্ণ স্বাভাবিক করার পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে।
1 মন্তব্যসমূহ
Jackpot Magic Slots considered one of the|is amongst the|is doubtless one of the} best free slot machine apps for those who|for many who|for individuals who} love virtual slots. New players are shortly hooked and enthusiastic from the start of the sport. 카지노 With the a hundred,000 free bonus that welcomes you, we cannot expect less. The app delivers greater than sixteen billion in virtual chips rewards day by day.
উত্তরমুছুন