হার্টের সিটি স্ক্যান (Cardiac CT scan) কি?
আরও পড়ুন:
হার্টের সিটি স্ক্যান এক ধরনের ইমেজিং পদ্ধতি যেখানে এক্স-রে ব্যবহার করে রক্তনালীসমূহের বিস্তারিত ছবি তৈরী করা হয়ে থাকে। এই পরীক্ষার সাহায্যে করােনারি ক্যালসিয়াম স্কোর করা যায়, কেননা এটি ধমনীর ক্যালসিয়াম জমা আছে কিনা তা নির্ধারণ করে। এই পরীক্ষাকে সিটি এনজিওগ্রাফীও বলা হয় যখন এটিকে হৃদপিন্ডের ধমনীগুলি দেখতে ব্যবহার করা হয়। এই পরীক্ষার মাধ্যমে ধমনীতে কোন ব্লক বা ধমনী সরু কিনা তা বােঝা যায়। ক্ষেত্র বিশেষে এওরটা ও পালমােনারী ধমনীতে সমস্যা দেখতে এই পরীক্ষা করা হয়।
অধ্যাপক ডা. এম এ বাকী,হৃদরোগ বিশেষজ্ঞ,চীফ কার্ডিওলজিস্ট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকা।
আরও পড়ুনঃ
0 মন্তব্যসমূহ