‘কনসার্ট ফর বাংলাদেশ’ আমাদের মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা করার জন্য বিশ্বখ্যাত দুই সংগীত তারকা রবি শঙ্কর এবং জর্জ হ্যারিসনের উদ্যোজ্ঞে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ অগস্টের সেই কনসার্ট আজও বাঙালী গর্বের সাথে স্মরণ করে।৪০ হাজার দর্শক শ্রোতার সেই কনসার্টে জর্জ হ্যারিসনের আবেগময় কণ্ঠের বাংলাদেশ বাংলাদেশ...সেই গানে বাংলাদেশের নাম রাতারাতি পৌঁছে যায় পৃথিবীর প্রতিটি দেশের মানুষের অন্তরেব অন্তরে।
খুশির খবর হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সেই কনসার্টের পুনঃমঞ্চায়ন হচ্ছে আবার!ভারতীয় সাংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পুর্তিতে ভারত সরকার ঐতিহাসিক সেই কনসার্টের পুনঃমঞ্চায়নের পরিকল্পনা করেছে।সাংবাদ মাধ্যমের ভাষ্যমতে, ইনডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের তত্ত্বাবধানে এ বছরই যেকোনো সময় এ কনসার্ট হতে পারে, তার মুল নেতৃত্বে থাকবেন মূল কনসার্টের দুই উদ্যোক্তা রবি শঙ্কর আর জর্জ হ্যারিসনের সন্তানরা।

0 মন্তব্যসমূহ