অটিজমকে অনেকেই রোগ বলে অভিহিত করেন!প্রকৃত পক্ষে অটিজম কোনো রোগ নয় এটি একটি শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। শিশুর জন্মের প্রথম দুই-তিন বছরের মধ্যেই এর লক্ষণ প্রকাশ পায়। অটিজম এমন একটি বিকাশজনিত সমস্যা, যা হলে আক্রান্ত ব্যক্তির অন্য মানুষ বা বিষয়ের প্রতি কোনো আগ্রহ থাকে না। এছাড়া সামাজিক মিথস্ক্রিয়া, ভাষা, আবেগীয় বিষয়গুলোও পরিলক্ষিত হয় না। কিন্তু প্রয়োজনীয় পরিচর্যা ও সুযোগ পেলে তারা সম্পদে পরিণত হবে।
আজ আমরা জানবো অটিজমের কারণ,লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে
অটিজমের কারণ
-গর্ভাবস্থায় অধিক দুশ্চিন্তা করা।
-গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম না হওয়া।
-পরিবারের সাথে সম্পর্কের ঘাটতি।
-বেশি বয়সে বাচ্চা নেয়া।
-রুবেলা ভাইরাস এর আক্রমণ।
-গর্ভাবস্থায় বেশি ঔষধ সেবন।
-হাইপারঅ্যাক্টিভিটি ডিসঅর্ডার (ADHD)
-গর্ভাবস্থায় বিষণ্ণতা
-অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার (OCD)
-সিজোফ্রেনিয়া
-বাইপোলার ডিসঅর্ডার
-মায়ের ধুম পান ও মদ্যপান।
-গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা
-গর্ভবতি মা মৃগীরোগ হলে
অটিজমের লক্ষণঃ
-অটিস্টিক শিশুদের প্রায়ই হজমের অসুবিধা, পেট ব্যাথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, বমি ইত্যাদি দেখা দেয়।
-অটিস্টিক শিশুর ঘুম জনিত সমস্যা থাকে,যার কারনে তাদের মনোযোগ ও কাজের ক্ষমতা কমে যায়।তাদের আচরণে তা বোঝা যায়।
-অনেক শিশুর মাঝে অল্প মাত্রায় হলেও বুদ্ধি প্রতিবন্ধকতা দেখা যায়,আবার কারো মাঝে শারীরিক বৃদ্ধির ঘাটতি দেখা যায়।
-অটিজমে আক্রান্ত অনেক শিশু দেখা, শোনা, গন্ধ, স্বাদ বা স্পর্শের প্রতি অনেক সংবেদনশীল বা প্রতিক্রিয়াহীন হয়।
-অটিস্টিক শিশুর মানসিক অস্থিরতা বেশি থাকে, শিশুর বিষন্নতা, উদ্বিগ্নতা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে।
-অটিস্টিক শিশুর প্রতি চার জনে এক জনের খিচুনি হয়।
অটিজমের চিকিৎসা:
অটিজম চিরতরে নির্মুল করার কোনও চিকিৎসা আজও আবিস্কার হয় নাই। এর চিকিৎসা প্রয়োগ পদ্ধতির লক্ষ্য হল অটিজমে আক্রান্ত শিশুর দুর্বলতা কমানো এবং স্বাবলম্বন এবং সম্ভাবনা বাড়ানো।
বিশেষজ্ঞরা বলছেন, অটিজমের চিকিৎসা যত আগে শুরু হবে, তত শীঘ্রই ফলাফল দেখা যাবে।
চিকিৎসকরা অটিজমে আক্রান্ত ব্যক্তি এবং তাঁর চাহিদার উপর নির্ভর করে নীচের চিকিৎসা পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে থাকেন:
আচরণগত ব্যবস্থাপনা থেরাপি:
এটা একটা পদ্ধতি যা কাঙ্ক্ষিত আচরণ শক্তিশালী করা এবং অবাঞ্ছিত অথবা অগ্রহণযোগ্য আচরণ কমানোর দিকে লক্ষ্য রাখে। বিভিন্ন ধরণের সরঞ্জাম ব্যবহৃত হয় আচরণ টেনে বার করতে এবং শক্তিশালী করতে যার অন্তর্ভুক্ত মূল প্রতিক্রিয়া প্রশিক্ষণ এবং ইতিবাচক আচরণ এবং ভরসা, এগুলো হচ্ছে তালিকার মাত্র কয়েকটি নাম।
জ্ঞানমূলক আচরণ থেরাপি:
থেরাপির এই রীতি ব্যবহার, চিন্তা এবং অনুভূতিগুলির উপর নজর দেয় এবং ব্যক্তিকে চিন্তা এবং ব্যবহার যা সমস্যামূলক পরিস্থিতি বা অনুভূতিগুলির দিকে চালিত করে সেগুলি চিহ্নিত করতে সাহায্য করে। এটা তাঁদের অনুভূতিগুলি চেনাতে এবং উদ্বেগের পরিস্থিতিগুলির সাথে মোকাবিলা করতে সাহায্য করে।
যুগ্ম মনোযোগ থেরাপি:
এটা থেরাপির একটা গুরুত্বপূর্ণ দিক যেহেতু এটা আন্তঃব্যক্তিগত মেলামেশা এবং পারস্পরিক ক্রিয়ার উপর মনোযোগ দেয়। থেরাপির এই পদ্ধতির দীর্ঘস্থায়ী ফল থাকে, যা এটাকে অত্যন্ত কার্যকর করে। দিকগুলি যেগুলির উপর মনোযোগ দেয় সেগুলির মধ্যে আছে যোগাযোগ এবং ভাষা এবং ভাগ করা মনোযোগ। ধারণাগুলি যেগুলির উপর প্রয়োগ করা হয় তার মধ্যে আছে মানুষ এবং বস্তুগুলির মধ্যে দৃষ্টি নিবদ্ধ করা এবং সরানো।
শারীরিক থেরাপি:
অটিজম (আত্মমগ্নতা) পরিসরে যাঁরা থাকেন যেহেতু চলাফেরা হচ্ছে তাঁদের মুখোমুখি হওয়া একটা সাধারণ সমস্যা, বেশির ভাগ ব্যক্তি শারীরিক থেরাপি গ্রহণ করেন। এই পদ্ধতি শক্তি গড়ে তুলতে এবং দেহভঙ্গী উন্নত করতে, এবং পেশীগত দক্ষতা বাড়াতে সাহায্য করে। যাই হোক, কোনও অকাট্য প্রমাণ নেই যা প্রমাণ করতে পারে যে এই থেরাপি চলাফেরায় কোনও উল্লেখযোগ্য পার্থক্য আনতে পারে কিনা।
পেশাগত থেরাপি:
পেশাগত থেরাপি শিশুদের নিয়মিত কাজ এবং রোজকার রুটিন সম্বন্ধে ক্ষমতা এবং চাহিদাগুলি খোঁজা এবং সম্পাদন করার উপরে মনোযোগ দেয়। থেরাপিস্ট বা বিশেষজ্ঞরা কতগুলি দিকের উপর কাজ করেন যেমন শিশুটির স্বাধীনভাবে পোশাক পরতে এবং খাবার খেতে, ব্যক্তিগত তদারক এবং যোগাযোগ, এবং অন্যান্য শারীরিক কাজকর্ম করতে সক্ষম হওয়া।
কথা-ভাষা থেরাপি:
এই থেরাপি স্বাভাবিক আদানপ্রদান অনুভব করতে সক্ষম হওয়ার জন্য মৌখিক বা বাচনিক এবং অ-মৌখিক যোগাযোগ উভয়ের উপর নজর দেয়। উদ্দেশ্য হল ব্যক্তিদের তাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা, বস্তুগুলির নাম বলা, অর্থপূর্ণ বাক্য গঠন করা এবং কণ্ঠস্বরের মাত্রার ওঠা-নামা আরও ভালোভাবে করতে সাহায্য করা। এটা আরও বেশি চোখের সংযোগ এবং ভাবভঙ্গী অনুমোদন করা এবং বার্তা জানাতে সাংকেতিক ভাষা ব্যবহার করতে সক্ষম হওয়াও অন্তর্ভুক্ত করে।
সামাজিক দক্ষতা প্রশিক্ষণ:
সামাজিক দক্ষতা প্রশিক্ষণ জোর দেয় শিশুদের ব্যবহার গড়ে তোলা এবং আরও বেশি সর্বব্যাপী পারস্পরিক ক্রিয়া অনুভব করতে তাদের সক্ষম করা। এটা কাঙ্ক্ষিত ধরণের উপর জোর দেয় এবং সেগুলিকে শক্তিশালী করে তোলে। কিছু দক্ষতার অন্তর্ভুক্ত কথাবার্তার উদ্যোগ নেওয়া, জ্বালাতন (বিদ্রূপ) সামলানো এবং খেলোয়াড়সুলভ মনোভাব দেখানো।
পুষ্টিবিধান থেরাপি:
যেসমস্ত ব্যক্তির অটিজম (আত্মমগ্নতা/মানসিক প্রতিবন্ধিত্ব) আছে তাঁদের বিভিন্ন পদ্ধতিতে পুষ্টিবিধানগত পরামর্শ দেওয়া হয়। এগুলির মধ্যে কয়েকটির পিছনে সত্যিই বৈজ্ঞানিক প্রমাণের সমর্থন আছে। লক্ষ্যটা হল নিশ্চিত করা যে অটিজম থাকা মানুষ যেন একটা স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য খান এবং পর্যাপ্ত পুষ্টি পান। অটিজম থাকা ব্যক্তিদের কয়েক ধরণের খাদ্যের প্রতি বিতৃষ্ণা থাকতে পারে (উদাহরণস্বরূপ, নরম এবং মণ্ডের মত খাবার)। প্রায়ই, অটিজমযুক্ত মানুষদের খাবারের সাথে মানসিক সংযোগ থাকার প্রবণতা থাকে – সেগুলিকে বমি বমিভাব এবং ব্যথার সাথে জড়িত করে। কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে যে অটিজমযুক্ত মানুষদের অপেক্ষাকৃত পাতলা হাড় থাকার প্রবণতা থাকে। এইধরণের সমস্যাগুলি সামলাতে নিশ্চিত করা যে কোনও পুষ্টিগত অভাব নেই সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
অটিজম-এ ওষুধ প্রয়োগ:
অটিজম-এর জন্য কোনও প্রেসক্রাইব করা ওষুধ নেই বলা যায়। কিছু ক্ষেত্রে, বিশেষ কিছু অবস্থার জন্য যেগুলি মানসিক প্রতিবন্ধিত্ব থাকা ব্যক্তিদের মধ্যে লক্ষণাত্মক, একজন বিশেষজ্ঞ ওষুধের বিধান দিতে পারেন। অ্যান্টিডিপ্রেস্যান্টস (অবসাদ-প্রতিরোধী), অ্যান্টিকনভালস্যান্টস (খিঁচুনি বা তড়কা প্রতিরোধী), উদ্বেগ-প্রতিরোধী এবং অস্বাভাবিক সক্রিয়তার জন্য উদ্দীপক ওষুধ হচ্ছে ওষুধ প্রয়োগের কিছু পদ্ধতি যার জন্য পরামর্শ দেওয়া হতে পারে।
আমাদের মনে রাখতে হবে,অটিজম কোন বংশগত রোগ নয় বা বাবা মায়ের অভিশাপের ফল নয় তাই অটিজমকে রুখতে হলে আমদের অটিজম সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে।
লেখক:
অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ
উপাচার্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন

1 মন্তব্যসমূহ
Harrah's Cherokee Casino & Hotel - MapYRO
উত্তরমুছুনFind your way around the casino, find where everything is located with 샌즈 카지노 the 출장마사지 most up-to-date information about 출장마사지 Harrah's Cherokee 더킹카지노 도메인 Casino 카지노 가입 머니 & Hotel in Cherokee, NC.