গলায় মাছের কাঁটা আটকে গেলে যা করবেন-Lifestyle-

গলায় মাছের কাঁটা আটকে গেলে যা করবেন
আমরা মাছে-ভাতে বাঙালি। খাবারের পাতে মাছ ছাড়া চলেই না। তবে মাছ খেতে গেলে অনেক সময় গলায় কাঁটা আটকে যায়। তাড়াহুড়ায় প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হন অনেকে।এমন বিপদ ঘটলে গলাকে কাঁটার হাত থেকে বাঁচাতে সাধারণত ঘরোয়া কিছু উপায় রয়েছে। 

আসুন জানা যাক গলায় মাছের কাঁটা আটকে গেলে কি করবেন
১) গলায় কাঁটা আটকালে হালকা গরম পানিতে একটু লেবু চিপে নিয়ে খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে পারবে। ফলে গরম পানিতে একটু লেবু দিয়ে খেলে কাঁটা নরম হয়ে নেমে যাবে সহজেই।

২) পাকা কলা এক কামড়ে একটু বেশি করে নিয়ে অল্প চিবিয়ে গিলে নিন। এতেও কাঁটা নেমে যায়। পাকা কলার মিউজিলেজের পিচ্ছিলভাব গলায় ফুটে থাকা কাঁটাকে সহজে বিতাড়িত করতে সাহায্য করে।
আরও পড়ুন 
৩) লবণ কাঁটা নরম করতে সাহায্য করে। তবে শুধু লবণ না খেয়ে পানিতে মিশিয়ে তারপর খান।    এই পানির ফলে সহজেই কাঁটা নেমে যাবে
৪) ঠাণ্ডা পানির সাথে ভাতের দলা মুখে দিলে কাঁটা নেমে যাবে।
আরও পড়ুন 
৫) পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে সহজেই নরম করতে পারে। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়

৬) গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অলিভ অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই

৭) তারপরও গলার কাঁটা না নেমে গেলে নিকটস্থ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কিংবা নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ