বিশ্বের সবচেয়ে বড় ১০ অর্থনীতির দেশ

বিশ্বের সবচেয়ে বড় ১০ অর্থনীতির দেশ
গবেষণা প্রতিষ্ঠান দ্য সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্স (সিইবিআর) এর ২০২১ সালের প্রকাশিত বার্ষিক প্রতিবেদবে বিশ্ব অর্থনীতির শীর্ষ ১০ অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে


১০) কানাডা

কানাডার নমিনাল জিডিপি ১.৭৩ ট্রিলিয়ন ডলার আর পিপিপিতে এর পরিমাণ ১.৮৪ ট্রিলিয়ন ডলার। ২০১৫ সালে শীর্ষ অর্থনীতির ১০ম স্থানে আছে দেশটি। ২০২৩ সালে দেশটির নমিনাল জিডিপি ২.১৩ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস রয়েছে। 


৯) ব্রাজিল

দক্ষিণ আমেরিকার এই দেশের নমিনাল জিডিপির আকার ১.৮৫ ট্রিলিয়ন ডলার আর পিপিপিতে ৩.৩৭ ট্রিলিয়ন ডলার। রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে দেশটির ব্রিকস সদস্য। 


৮) ইতালি

দেশটির নমিনাল জিডিপি ১.৯৯ ট্রিলিয়ন ডলার হলেও পিপিপি'তে এর আকার ২.৪০ ট্রিলিয়ন ডলার। গত বছরের পূর্বাভাস, ২০২৩ সালে দেশটির নমিনাল জিডিপি বেড়ে দাঁড়াবে ২.২৬ ট্রিলিয়ন ডলারে।
৭) ফ্রান্স

ফ্রান্সের নমিনাল জিডিপির আকার ২.৭১ ট্রিলিয়ন ডলার আর পিপিপিতে এর পরিমাণ ২.৯৬ ট্রিলিয়ন ডলার। পর্যটন ফ্রান্সের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। কৃষিপণ্য উৎপাদনেও ইউরোপে এগিয়ে এই দেশ। ইউরোপীয় ইউনিয়নের উৎপাদিত কৃষিপণ্যের এক তৃতীয়াংশ সরবরাহ করে আইফেল টাওয়ারের এই দেশ। কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে ৬ষ্ঠ স্থান ফ্রান্সের আর এসব পণ্য রপ্তানিতে দেশটির অবস্থান ২য়। 
৬) যুক্তরাজ্য

দেশটির নমিনাল জিডিপির আকার ২.৮৩ ট্রিলিয়ন ডলার আর পিপিপি ভিত্তিতে এর পরিমাণ ৩.০৪ ট্রিলিয়ন ডলার। দেশটির সেবা খাতই এর জিডিপির ৭৫ ভাগের যোগান দেয়। 

৫) ভারত

ভারত এখন বিশ্বের পঞ্চম বড় অর্থনীতি। তাদের অর্থনীতির আকার ২ দশমিক ৯৪ ট্রিলিয়ন ডলার। দেশটির লক্ষ্য ছিল এবার তাদের জিডিপি ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এবং ২০২৪ সাল নাগাদ হবে ৫ ট্রিলিয়ন ডলার। এটা হলে ভারত হয়তো জার্মানিকে ছাড়িয়ে যাবে। ভারতের সেবা খাত এখন বিশ্বের সবচেয়ে দ্রুত অগ্রসরমাণ খাত। অর্থনীতিতে সেবা খাতের অবদান ৬০ শতাংশ এবং মোট কর্মসংস্থানে এই খাতের অংশ ২৮ শতাংশ। তবে সবকিছুই যে ঠিকঠাক আছে, তা নয়। গত বছর থেকে দেশটির অর্থনীতি শ্লথ হয়ে পড়েছে। 


৪. জার্মানি

বিশ্বের চতুর্থ বড় অর্থনীতির দেশ জার্মানি। দেশটির অর্থনীতির আকার ৪ ট্রিলিয়ন ডলার। চতুর্থ শিল্পবিপ্লবের দিকে যাচ্ছে এমন অর্থনীতির মধ্যে জার্মানি সবচেয়ে এগিয়ে। গাড়ি, ভারী যন্ত্রপাতি, গৃহসামগ্রী আর রাসায়নিক পণ্য উৎপাদনে জার্মানি সেরা। 


৩. জাপান

দেশটির অর্থনীতির আকার ৫ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলার। বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির এই দেশের সবচেয়ে বড় শিল্প খাত হচ্ছে ইলেকট্রনিক পণ্য। এ ক্ষেত্রে জাপান বিশ্বে ১ম নম্বর। 

২) চীন

চীনের অর্থনীতির আকার এখন ১৪ দশমিক ১৪ ট্রিলিয়ন ডলার। দেশটির প্রাকৃতিক সম্পদের পরিমাণ ২৩ ট্রিলিয়ন ডলার। ১৯৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত চীনের গড় প্রবৃদ্ধি বেড়েছে অত্যন্ত উচ্চ হারে, ৯ দশমিক ৫২ শতাংশ। এর মধ্যে ২০১৯ সালে অর্জিত ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির হার গত ২৯ বছরের মধ্যে সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের পরে এখন দেখা দিয়েছে করোনাভাইরাস। তাতে অর্থনীতিতে শেষ পর্যন্ত কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।   

১) যুক্তরাষ্ট্র

১৪৯ বছর ধরে বিশ্বের এক নম্বর অর্থনীতি হয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনীতির আকার এখন ২১ দশমিক ৪৪ ট্রিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবে তা আরেকটু বেশি—২২ দশমিক ২০ ট্রিলিয়ন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ৬৩ হাজার ৬২৯ ডলার।সবচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ সঞ্চিত আছে, এমন দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, যার পরিমাণ ৪৫ ট্রিলিয়ন ডলার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ