১৯৭০ সালের সাধারণ নির্বাচন আমাদের স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।পাকিস্তানী সামরিক জান্তার গণতন্ত্র বিরোধী অপশাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর আসে ওই নির্বাচন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টিতে এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসনে জয় লাভ করে সাংবিধানিক ভাবে পাকিস্তান শাসন করার ক্ষমতা লাভ করে।
১৯৭০ সালের নির্বাচনের ফলাফল :
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে সমগ্র পাকিস্তানে জাতীয় পরিষদের সর্বমোট ৩১৩টি আসনের মধ্যে নির্বাচন হয় ( ৩০০টি সাধারণ পরিষদ এবং ১৩টি সংরক্ষিত মহিলা আসন)। ৩১৩টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল ১৬৯টি (সংরক্ষিত ৭টি এবং সাধারণ ১৬২টি) এবং পশ্চিম পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল ১৪৪টি (সংরক্ষিত ৬টি এবং সাধারণ ১৩৮টি)।
নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ১৬৯টি আসনের মধ্যে ৭টি সংরক্ষিত আসন সহ মােট ১৬৭টি আসনে জয়লাভ করে। অবশিষ্ট ২টি আসনের একটি পায় পিডিপি প্রধান নুরুল আমিন এবং অন্যটি পায় চাকমা রাজা ত্রিদিব রায় চৌধুরী।
নির্বাচনে পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি ১৩৮টি সাধারণ আসনের মধ্যে ৮৩টি এবং সংরক্ষিত ৬টি আসনের মধ্যে ৫টিসহ মােট আসন পায় ৮৮টি। বাকি সংরক্ষিত ১টি আসন পায় ন্যাশনাল আওয়ামী পার্টি।
১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনের ফলাফল:
সমগ্র পাকিস্তানের প্রাদেশিক পরিষদের মােট আসন সংখ্যা ছিল ৬২১টি। নির্বাচনী ফলাফলে দেখা যায়, পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৮৮টি এবং সংরক্ষিত ১০টি আসনের সবকটিসহ মােট ২৯৮টি আসনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ওপরদিকে পশ্চিম পাকিস্তানে পিপিপির বিপর্যস্ত হয়ে পরে।
আরও পড়ুন:
0 মন্তব্যসমূহ