বাঙালির চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী আজ।১৮৯৯ সালের ২৫ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
বাংলাদেশের জাতীয় কবি নজরুল তার কবিতা,গান এবং উপন্যাসের মাধ্যমে, সাম্প্রদায়িকতা, সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কোমল আর কঠিনে মেশানো এক অপূর্ব ব্যক্তিত্ব কবি নজরুল প্রেমে পূর্ণ, বেদনায় নীল কিন্তু প্রতিবাদে ঊর্মিমাতাল!তিনি আমাদের অনন্ত প্রেরণার উৎসও বটে।
১৯৭২ সালে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে এসে তাকে জাতীয় কবির মর্যাদা দেন। ১৯৭৬ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়।১৯৭৬ সালে ২৯ আগস্ট তিনি ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।তার ইচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সমাহিত করা হয়।
বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি, উপন্যাসিক,সঙ্গীতজ্ঞ, নাট্যকার,সাংবাদিক ও দার্শনিক কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তীতে আমাদের বিনম্র শ্রদ্ধা।

0 মন্তব্যসমূহ