হাদীসের গুরুত্ব এবং তাৎপর্য


হাদীসের গুরুত্ব এবং তাৎপর্য

হাদীসঃ ইসলামী জীবন বিধানের মূল ভিত্তি হচ্ছে কোরআন ও হাদিস। কোরআন মানুষের জীবন ব্যবস্থার মৌলিক নীতি পেশ করে, আর হাদিস থেকে পাওয়া যায় সেই মূলনীতি বাস্তবায়নের কার্যকর পন্থা।পারিভাষিক অর্থে -রাসূল (সঃ) এর কথা, কাজ ও মৌন সম্মতির নামই হল হাদীস।

হাদীসের গুরুত্ব এবং তাৎপর্যঃ
হাদীস সারা মুসলিম জাহানের জন্য অমূল্য এক সম্পদ, ইসলামী শরীয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূলভিত্তি। কোরআন শরীফ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি পেশ করে, হাদীস সেখানে এ মূনীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। হাদীস কোরআন শরীফের নির্ভুল ব্যাখ্যা দান করে। হাদীস সর্বশ্রেষ্ট্র ও শেষ নবী মোহাম্মদ (সাঃ) এর পবিত্র জীবনচরিত্র, কর্মনীতি ও আদর্শ এবং তাঁর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন বিধানে কোরআনে শরীফেত পর হাদীসের স্থান

কিছু গুরুত্বপূর্ণ হাদীসঃ

>পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা-মাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। (মিশকাত )

>পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম)

>রাসূল (সাঃ) বলেছেনঃ আমার প্রত্যেক উম্মতের গুণাহ মাফ হবে, তবে যে গুণাহ করে বলে বেড়ায়, তার গুনাহ মাফ হবে না।(সহীহ বুখারীঃ ৫৬৪৩)

>নেশা সৃষ্টি করে এমন যে কোন পানীয় হারাম।(সহীহ বুখারী)

> রাসূল (সাঃ) বলেছেনঃ কোন মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে, এ কথা শোনে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ (সাঃ) আমি অমুক অমুক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য সৈন্য দলে নাম লিখিয়েছি অথচ আমার স্ত্রী হজ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছেন এখন আমি কি করব? রাসূল (সাঃ) তাকে উত্তর দিলেন তুমি তার সাথে বের হও।।(সহীহ বুখারী)

>কবীরা গুনাহ হলো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া। (সহীহ বুখারী)

>রাসূল (সা.) বলেন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী জন্ম নিবেন না। (সহীহ বুখারী )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ