সবকিছু গ্রীষ্মের দখলে:শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ



সবকিছু গ্রীষ্মের দখলে
শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ

মেঘবতী আকাশ গুম হয়ে গেছে
আর ক্রসফায়ারে পড়ে নিহত সমুদ্রদেবতা।

বর্ষজুড়ে বিবাগী বসন্ত,
পিছু ধাওয়া করছে আততায়ী বৈশাখ।

না বর্ষা, না বসন্ত
সবখানেই একনায়কতান্ত্রিক গ্রীষ্মের দাপট।

কোকিলেরা গান গাইবে কী!
তন্ময় হয়ে শুনেছিল অপূর্ব সুরবাণীর ইন্দ্রজাল
জেগেছে বাংলাদেশ, এখনই সময় তার---

সংশয়ী কোকিলেরা আগুন আর ফাগুনের
বিভেদটাও ভুলে গেছে!

ক'টা দুর্বৃত্ত বটবৃক্ষের বিনাশ দেখে
বড়ই উল্লসিত ছিল আমবাগানগুলো,
ভেবেছিল এবার বসন্তে দোল খাবে চৈতি হাওয়ায়
কিন্তু শেকড়টাই যে চলে গেল গ্রীষ্মের দখলে!

একনায়কতান্ত্রিক গ্রীষ্মল উষ্মায় পুড়ছে
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।

বিবাগী বাতাস দাঁড়াবে কোন বোধিবৃক্ষের ছায়ায়,
স্বয়ং বুদ্ধদেবও জ্ঞাত নন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ