গোসল ফরজ হওয়ার কারণ : গোসলের ফরজসমূহ : গোসলের সুন্নাতসমূহ

গোসল ফরজ হওয়ার কারণ : গোসলের ফরজসমূহ : গোসলের সুন্নাতসমূহ


গোসল আরবি শব্দ এর  অর্থ হচ্ছে পুরো শরীর ধৌত করা আর ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধোয়াকে ‘গোসল’ বলা হয়। মহান আল্লাহ তা’আলা ইরশাদ করেন, ‘তোমরা যদি নাপাক (জানাবাত) অবস্থায় থাকো, তবে নিজেদের দেহ (গোসলের মাধ্যমে) ভালোভাবে পবিত্র করে নাও। ’ (সুরা মায়েদা ৬)

১) সহবাস, স্বপ্নদোষ বা যেকোনো উপায়ে বীর্যপাত হলে। (সুরা : মায়িদা, আয়াত : ৬)
২) নারীদের মাসিক রক্তস্রাব বন্ধ হওয়ার পর পবিত্র হওয়ার জন্য গোসল ফরজ হয়। (বুখারি, হাদিস : ৩০৯)
৩) মহিলাদের নেফাস বন্ধ হওয়ার পর গোসল ফরজ হয়। (কানজুল উম্মাল : ৯/১১০৯)
৪)  মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের ওপর ফরজ। (বুখারি, হাদিস : ১১৭৫)
গোসলের ফরজসমূহ : 
গোসলের ফরজ মোট তিনটি। এই তিনটির কোনো একটি বাদ পরলে ফরজ গোসল আদায় হবে না। তাই ফরজ গোসলের সময় এই তিনটি কাজ খুব সর্তকতার সাথে আদায় করা উচিত।
১) গড়গড়া কুলি করা। 
২)নাকে পানি দেওয়া। 
৩)এরপর সারা দেহে পানি ঢালা ও ভালোভাবে গোসল করা।
ফরজ গোসলের সুন্নাতসমূহ কি কি?
১) আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল করার নিয়ত করা। 
২) ফরজ কাজগুলোর মাঝে ক্রম বা ধারাবাহিকতা  ৷ বজায় রাখা।
৩)প্রথমে ওজু করা।
৪) দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া।
৫)শরীরে কোনো নাপাকি থাকলে তা দুর করা। ৬. মেছওয়াক করা।
 ৭)সারা দেহে তিন বার পানি ঢালা। 
 গোসলের মুস্তাহাবসমূহ কি কি ?
 ১)উচু স্থানে বসে গোসল করা যাতে পনি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে। 
 ২)পানির অপচয় না করা। 
 ৩)বসে বসে গোসল করা।
 ৪)লোক সমাগমের স্থানে গোসল না করা।
 ৫)পাক জায়গায় গোসল করা।
 ৬)ডান দিক থেকে।

আরও পড়ুন:


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ