ঘরের মেঝে ঝকঝকে করার উপায়ে

 

ঘরের মেঝে ঝকঝকে করার নানান উপায়ে

ঘরের ঝকঝকে মেঝে একটি বাড়ির সৌন্দর্য বহন করে।একটি ঘরে প্রবেশ করা মাত্র যে বিষয়টি সবচাইতে আগে চোখে পড়ে তা হচ্ছে সে ঘরের মেঝেবাড়ীর অন্দরমহলের পুরোটা সাজিয়ে রেখেছেন সুন্দর করে, অথচ ঘরের মেঝের কোণায় জমে রয়েছে ধুলো। কিংবা, টাইলসের ফাঁকে ময়লা জমে পড়েছে কালচে দাগ। ঘরের সৌন্দর্য নষ্ট করতে কিন্তু এতটুকুই যথেষ্ট।
ঘরের মেঝে ঝকঝকে করার কিছু সহজ উপায়:

- প্রতি দিন ক্লিনার দিয়ে মেঝে পরিষ্কার করে মুছুন। হয়ে গেলে নরম কাপড় বা দিয়ে ভালো করে মুছে নিন।

-ঘরের মেঝে মোছার পানিতে সামান্য ভিনিগার মিশিয়ে নিন। এতে মেঝের কালো দাগ সহজেই দূর হবে।

- ঘরের মেঝে মোছার সময় হালকা গরম জলে অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড ব্যবহার করুন। এতে ঘর থাকবে জীবাণুমুক্ত। আরশোলা, মশা এবং মাছির উপদ্রবও কমে।

- সাদা মার্বেলের মেঝে থেকে হলদেটে ভাব দূর করতে তারপিন তেলে সামান্য লবণ  মিশিয়ে ভালো করে মুছে নিন। এতে দেখবেন খুব দ্রুত ঘর ঝকঝকে হয়ে যাবে।
আরো পড়ুন:
- অনেক সময় মার্বেলের মেঝেতে চা-কফি পড়ে গিয়ে দাগ ধরে নেয়। সে ক্ষেত্রে এক ভাগ সাদা ভিনেগারের সঙ্গে দু’ ভাগ জল মিশিয়ে ওই জায়গায় স্প্রে করুন। কিছুক্ষণ পর শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। চা বা কফির দাগ চলে যাবে

- দীর্ঘদিন ব্যবহারের ফলে সাদা মার্বেলের মেঝে হলুদ হয়ে যায়। তারপিন তেলে অল্প নুন মিশিয়ে ভালো করে মার্বেল মুছে নিন। কিছুক্ষণ পরে দেখবেন আবার আগের মতো সাদা হয়ে যাবে।

- ঘরের মেঝে মার্বেলের হলে বছরে অন্তত একবার পালিশ করুন। এতে ঘরের মেঝে অনেকদিন পর্যন্ত ঝকঝকে থাকবে। আর মেঝেতে দীর্ঘক্ষণ যেনো পানি পড়ে না থাকে সে বিষয়ে খেয়াল রাখুন। পানি দেখলে মুছে ফেলুন সাথে সাথে ।


- টাইলসের মেঝেতে অনেক সময় দাগ ধরে গিয়ে আঠালো হয়ে যায়। এই দাগ তোলার জন্য হালকা গরম জলে নুন মিশিয়ে টাইলসের মেঝে মুছে নিন। ম্যাজিকের মতো কাজ করবে। মেঝে আবার ঝকঝকে হয়ে যাবে


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ