ভিয়েতনামকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ভিয়েতনামকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ

ভিয়েতনামকে পেছনে ফেলে তৈরি পোশাক রপ্তানি আয়ে  দ্বিতীয় স্থানে ওঠে এসেছে বাংলাদেশ।

বিশ্ববাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ শীর্ষক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এ সম্পর্কের বিজিএমইএ'র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম জানান,চলতি বছরের প্রথম ৭ মাসে  তৈরি পোশাক শিল্প থেকে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ ১৯৩ কোটি ৭২ লাখ ডলার বেশি আয় করেছে।এসময়ে বাংলাদেশের পোশাক শিল্পের মোট রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮৭৯ কোটি ৮৫ ডলারে এবং একই সময় ভিয়েতনাম আয় করেছে ১ হাজার ৬৮৬ কোটি ১৩ লাখ ডলার।

আরও পড়ুন, 

নাইন-ইলেভেন: সন্ত্রাসীদের পাতা ফাঁদে আমেরিকা যেভাবে আঁটকে আছে

তিনি আরও জানান, করোনার ধাক্কা কাটিয়ে বিশ্ববাণিজ্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশে ক্রয়াদেশ বাড়ছে। এছাড়াও ভারত ও মিয়ানমার থেকেও সরে আসা ক্রয়াদেশের একটা অংশ পেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

আরও পড়ুন,

২০২০ সালে বাংলাদেশকে পেছনে ফলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হয়েছে ভিয়েতনাম। সে বছর বাংলাদেশ থেকে বিশ্ববাজারে গেছে ২ হাজার ৮০০ কোটি ডলারের তৈরি পোশাক আর ভিয়েতনাম থেকে ২ হাজার ৯০০ কোটি ডলার মূল্যের পোশাক।

এদিকে বরাবরের মত তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে চীন।  

আরও পড়ুন,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ