ইসলামিক ডেস্ক: পবিত্র কোরআনে আল পাক বলেন,” এবং আমি নিশ্চয়ই প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি “ (সূরা নাহল: ৩৬)। কোরআনে পাকে সর্বমোট ২৬ জন নবী-রাসূল এর নাম উল্লেখ আছে। এসম্পর্কে নবী (সাঃ) বিভিন্ন হাদিস থেকে জানা যায়, এই দুনিয়াতে আল্লাহ তা’আলা প্রায় ১,৪০,০০০ নবী ও রাসূল প্রেরণ করেছেন এর মধ্য ৩১৩ জন ছিলেন রাসূল। তবে নবী রাসুলের সঠিক সংখ্যা শুধু আল্লাহ তা’আলাই জানেন।
সকল নবীগণের নামের তালিকা / আল কোরআনে উল্লেখ নবীদের নাম / নবী রাসুলদের সঠিক সংখ্যা :
*আদম (আঃ)
আদি পুরুষ। আবুল বাশার (মানবজাতির পিতা) সাফী উল্লাহ।
*নূহ (আঃ)
প্রথম রাসূলবী। নবীউল্লাহ/আল্লাহর নবী
*ইদরীস (আঃ)
জ্যোতি বিজ্ঞানের উদ্ভাবক ও শিক্ষাবিদ
*ইবরাহীম (আঃ)
খালীলুল্লাহ/ আল্লাহর বন্ধু
*ইসমাঈইদরীস (আঃ) ল (আঃ)
ইবরাহীম (আঃ) এর পুত্র। জবীহুল্লাহ/ উৎসর্গীকৃত
*ইসহাক (আঃ)
ইবরাহীম (আঃ) এর পুত্র; তাঁর নাম পবিত্র কুরআনে ১৭ বার এসেছে।
*ইয়াকুব (আঃ)
পবিত্র কুরআনে ১২ জায়গায় তাঁর নাম উল্লেখ করা হয়েছে।
*ইউসুফ (আঃ)
তার জীবনের ঘটনাকে “আহসানুল কাসাস” নামে অভিহিত করা হয়েছে।
*আইয়ূব (আঃ)
দীর্ঘ আঠার বছর অসুস্থাবস্থায় থেকে আল্লাহর পরীক্ষায় পাশ করেন।
*মূসা (আঃ)
কালীম উল্লাহ/ আল্লাহর সাথে কথোপকথন কারী
*ইলইয়াস (আঃ)
তিনি এখনো পৃথিবীর বুকে জীবিত আছেন।
*ইউনূস (আঃ)
যুননুন/ মাছওয়ালা
*আল ইয়াসা (আঃ)
বনী ইসরাঈলের একজন নবী
*যাকারিয়া (আঃ)
হযরত ইয়াহইয়া (আঃ) এর পিতা
*উযায়ের (আঃ)
ইহুদীরা তাকে আল্লাহর পুত্র বলত।
*যুল-কারনায়েন (আঃ)
বলা হয়ে থাকে তিনি আলেকজান্ডার দিগ্রেট, কিন্তু তা ঐতিহাসিক অনুমান, সঠিক নয়।
*শীস (আঃ)
হিবাতুল্লাহ/ আল্লাহরদান
হউশা (আঃ)
মূসা (আঃ) এর বিশিষ্ট সহচর।
*শাময়ূন (আঃ)
দাউদ (আঃ) এর পূর্বে তিনি আবির্ভূত হন।
*লূত (আঃ)
ইবরাহীম (আঃ)-এর ভ্রাতুষ্পুত্র
*হুদ (আঃ)
পবিত্র কোরআনে তাঁর নাম ৭ বার এসেছে।
*সালেহ (আঃ)
নাকাতুল্লাহ/ আল্লাহর উট তাঁর মুজেযা
*যূল কুফল (আঃ)
পবিত্র কুরআনের দুই সূরায় তাঁর নাম এসেছে।
*শোয়াইব (আঃ)
সুপ্রসিদ্ধ বক্তা ও মূসা (আঃ)-এর শ্বশুর
*খিজির (আঃ)
যার নবুয়ত সম্পর্কে মতভেদ আছে। অনেকেই তাকে নবী ও বলেন।
*হারুন (আঃ)
মূসা (আঃ) এর ভাই ও সুবক্তা
*দাউদ (আঃ)
সুকণ্ঠের অধিকারী ছিলেন
*সুলায়মান (আঃ)
জ্বীন ও মানুষের বাদশা ছিলেন।
*জারজীস (জজীস) (আঃ)
মুজাহিদ ও বনী ইসরাঈলের নবী
*খানূক (আঃ)
বনী ইসরাঈলের নবী ছিলেন।
*দানিয়াল (আঃ)
মূসা (আঃ) মৃত্যুর পর তিনি আসেন।
*হিযক্বীল (আঃ)
পবিত্র কুরআনের একটি সূরা তাঁর নামে নামকরণ করেছেন আল্লাহ।
*ঈসা (আঃ)
কুরআনে ঈসা (আঃ) জন্মকে অলৌকিক বলা হয়েছে এবং তার অনেক মু‘জিযাহ্ (অলৌকিকতা)-র কথা বর্ণিত হয়েছে।
রুহুল্লাহ/ আল্লাহর প্রদত্ত আত্মা। হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ ও সসর্বশ্রেষ্ঠ রাসূল ও নবী।
1 মন্তব্যসমূহ
অসিাধারণ হইছে ভাই।
উত্তরমুছুন