লন্ডনি মালকা বাণু : ইকবাল বাল্মীকি

লন্ডনি মালকা বাণু : ইকবাল বাল্মীকি

লন্ডনি মালকা বাণু
ইকবাল বাল্মীকি


০১

তাইনে মোরে কইছন আমি ‘নসরা ‘
তিনির নিবাস হয়তো ইরাক ‘বসরা’?
তাইতো মেলে ধরেন দ্বীনের পসরা

তিনির এখন ভাল্লাগেনা ‘ বেগানা ‘
যদিও ছিলেন তাদের জন্য ‘বেফানা ‘
ভুইল্লা গেছেন নিত্য দিনের সে গানা

মালাকা বাণু ছিলেন বড় তেজাবী
আজও আছেন আল্ট্রা মর্ডাণ হেজাবী 
কথায় কথায় ঝাড়েন সহি ‘মেছাবী’

জাতে আবার হয়তো তিনি সৈবতী
খুঁত খুঁইজা বেড়ান বলেই কৈফতী 
বান্দবীদের স্বামীর জন্য হৈফতী

জামাত  আবার তিনির বড় পছন্দের 
আওয়ামীলীগ হইছে যতো মন্দের 
তাদের নাকি বিষম দোষ রন্দ্রের ?



০২

ইতা কিতা খও গো শুনা বুঝনা 
বেটাইন আবার কেমনে অয় সু- জনা
যতজনের  চউখে চউখ ঢালছি 
হকল বেটার চোখটা বড় লালছি ।।

কতো ফুয়াইন আমার লগে নাচিলো
বয়ফ্রেন্ডের হিসাব কী আর আছিলো
আবো যৈবন আছে তোড়া ঝুলিতে 
ইশারাতে লুটবা কতোই ধুলিতে ।।

কথায় আছে অভিজ্ঞতার মাইর নাই
বেটি মাইনসের রাইতে কোনো বাইর নাই
তাইতো ফুড়ির মুখ বান্দিলাম হুফিতে 
খাইতা না আর হালার ছড়া-ডুফিতে ।।

০৩


তুমি যারে জীবন বলো শানিতে
অমন জীবন আছে নিম্ম প্রাণিতে
মানুষ হয়ে মানুষ রূপ কে জানিতে
ফুলের মতন ফোটো ফুল ধানীতে।।

পেখম ধরে কিসের লাভ রাণীতে 
কিসের প্রোটিন পেটুক মরা খানীতে ?
এমন জীবন ভাল্লাগে কী টানিতে 
কলুর বলদি ঘুরতে আছ  ঘানিতে  …

ইকবাল বাল্মীকি
লন্ডন ।। ৩০।০৫।২১



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ