এশিয়া মহাদেশের সেরা ১০ সামরিক শাক্তিশালী দেশ

এশিয়া মহাদেশের সেরা ১০ সামরিক শাক্তিশালী দেশ
চীনের ও ভারত মতো চিরপ্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র নিয়ে সামরিক শক্তির দিক দিয়ে এশিয়া বিশ্বের অন্নতম একটি সামরিক শাক্তিশালী মহাদেশ।বিশ্বের শীর্ষ ১০ সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে পাঁচটি-ই রয়েছে এশিয়া  মহাদেশের। ২০২১ সালের পাওয়ার ইনডেস্ক এর স্কোর অনুযায়ী এশিয়ার সবচেয়ে শক্তিশালী শীর্ষ ১০টি সামরিক বাহিনীর তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার।

এশিয়া মহাদেশের সেরা দশ (১০) সামরিক শাক্তিশালী দেশ:


১) চীন

শিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশটি হল চীন। পিপলস লিবারেশন আর্মি ও সামরিক দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। ২৩ লাখের বেশি সামরিক সৈন্য নিয়োজিত রয়েছে দেশটিতে। চীন একটি স্বীকৃত পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। একটি সম্ভাব্য সামরিক মহাশক্তি। কয়েক বছর ধরে, এটি উন্নত বা অনেক উন্নত ক্ষেপণাস্ত্র পদ্ধতি অর্জন করেছে।পাওয়ার ইনডেস্কে চীনের  স্কোর শূন্য দশমিক ২৫৯৪।


২) ভারত

শক্তিশালী সামরিক বাহিনীর দিক দিয়ে এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারত একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এবং একটি আঞ্চলিক শক্তি। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থায়ী বাহিনী রয়েছে দেশটির। এছাড়া, বিশ্বে সামরিক খাতে ব্যয়ে নবম স্থান রয়েছে দেশটি।ভারত এ পর্যন্ত ৩৫টি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে চারটি মহাদেশে এক লাখ সামরিক ও পুলিশ কর্মকর্তা পাঠিয়েছে।পাওয়ার ইনডেস্কে দেশটির স্কোর শূন্য দশমিক ৩৮৭২।



৩) তুরস্ক

এশিয়া মহাদেশে শক্তিশালী সামরিক বাহিনীতে তৃতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। প্রায় পাঁচ লাখ সেনা নিয়োজিত দেশটির সামরিক বাহিনীতে।শক্তির দিক দিয়ে ন্যাটোতে দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনীর অবস্থানে রয়েছে তুরস্ক । তুর্কি ভূমি বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশটির সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত।ন্যাটোর সদস্যভুক্ত পাঁচটি রাষ্ট্রের মধ্যে জোট পরমাণু বণ্টন নীতিতে তুরস্ক অন্যতম।পাওয়ার ইনডেস্কে দেশটির স্কোর পয়েন্ট শূন্য দশমিক ৫১৭১।


৪)দক্ষিণ কোরিয়া

এশিয়া মহাদেশে শক্তিশালী সামরিক বাহিনীতে চতুর্থ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। । বিশ্বের দশম বৃহত্তম প্রতিরক্ষা বাজেটের সাথে একটি আঞ্চলিক শক্তি দক্ষিণ কোরিয়া। জাতিসংঘের জিডিপি`র দুই দশমিক ছয় শতাংশ এবং সরকারি সামরিক ব্যয়ের ১৫ শতাংশ বরাদ্দ রয়েছে দেশটির সামরিক খাতে।এছাড়া বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সংখ্যক সক্রিয় সৈন্য রয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে, যার সংখ্যা ছয় লাখ ৫০ হাজার সৈন্যের অধিক।পাওয়ার ইনডেস্কে এর স্কোর শূন্য দশমিক ৫৫৩৬


৫) জাপান

এশিয়া মহাদেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে জাপান।আত্মরক্ষা ও শান্তিরক্ষায় ভূমিকা রাখতে সামরিক শক্তি ব্যবহার করে থাকে দেশটি। পাওয়ার ইনডেস্কে জাপানের স্কোর পয়েন্ট শূন্য দশমিক ৫৫৮১। যদিও

৬) ইসরায়েল

এশিয়ায় মধ্যে ইসরাইল জিডিপিতে সবচেয়ে বেশি ব্যয় করে সামরিক খাতে।ইসরায়েলের সামরিক বাহিনী-ই হলো দেশটির প্রতিরক্ষা বাহিনী; যেটি ইসরায়েল নিরাপত্তা বাহিনী। সেদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এর অন্তর্ভুক্ত। পাওয়ার ইনডেস্ক দেশটির স্কোর শূন্য দশমিক ৫৮৮৭। 


পাওয়ার ইনডেস্কে শূন্য দশমিক ৭৩৬৯ স্কোর নিয়ে এশিয়া মহাদেশে সপ্তম সামরিক শক্তি রয়েছে পাকিস্তান।দেশটি পারমানবিক অস্ত্রধারী দেশগুলোর অন্নতম।

৮) তাইওয়ান

পাওয়ার ইনডেস্ক এর স্কোর অনুযায়ী সেরা আটে রয়েছে তাইওয়ান। দেশটির স্কোর শূন্য দশমিক ৭৫৬৪। তাইওয়ান মূলত চীনের প্রজাতন্ত্র। তাইওয়ানের সেনাবাহিনী তথ্যপ্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে। যদিও বিষয়টি অলিখিত। দেশটির সামরিক বাহিনী সম্পূর্ণ সফলতা অর্জন করেছে।


৯) ইন্দোনেশিয়া

এশিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর দিক দিয়ে নবম স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীতে প্রায় চার লাখ সক্রিয় সৈন্য রয়েছে। সেদেশের জিডিপির প্রায় চার শতাংশ বরাদ্দ রয়েছে সামরিক খাতে। পাওয়ার ইনডেস্কে দেশটির স্কোর, শূন্য দশমিক ৮০০৮।


১০)  ভিয়েতনাম

পাওয়ার ইনডেস্কের প্রতিবেদন অনুযায়ী এশিয়ার ১০ম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ভিয়েতনামের। সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ ভিয়েতনাম। দক্ষিণপূর্ব এশিয়ার ইন্দেচিনি উপদ্বীপের পূর্ব দিকে অবস্থান ।পাওয়ার ইনডেস্কে দেশটির স্কোর শূন্য দশমিক ৮২৫৩।



একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. Sands Casino | Entertainment, Travel, Entertainment, & More
    You kadangpintar could be in the Grand Rêve https://aprcasino.com/pluscasino/ at Sands Casino in the Grand Rêve with us on your visit to Vegas. Featuring gri-go.com a luxurious hotel, a septcasino sauna, filmfileeurope.com a restaurant,

    উত্তরমুছুন
  2. An ESPN sportsbook that actively encourages sports activities betting amongst fans may dilute that picture. For now, the House of Mouse has restricted itself to licensing tie-ups. For example, rival Fox Corporation is part-owner of the FOX Bet, an internet sports activities betting platform. It also has a FOX Bet Super 6 app for bettors to make small wagers on games. Sports Illustrated Sportsbook is right here to convey you a superb on-line sports activities betting experience. We offer 다 파벳 우회 주소 extremely aggressive odds and contours on all major sports activities, including NFL soccer, NBA basketball, MLB baseball, NHL hockey, and much more.

    উত্তরমুছুন