সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণ: The reason for the decrease in sperm count

সন্তান উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার কারণ: The reason for the decrease in sperm count
স্পার্ম কাউন্ট কমে(decrease in sperm count) যাওয়া বর্তমান সময়ে বেশ আলোচিত একটি রোগ। স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কারণে অনেক দম্পতি বাবা-মা হওয়ার স্বাদ পান না।কিন্তু নারী-পুরুষ একটু সচেতন থাকলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। এজন্য অবশ্য অনেক আগে থেকেই সতর্ক হতে হবে। তা না হলে ভবিষ্যতে স্পার্ম কাউন্টে কমে ভয়ানক বিপদ পড়ে চিরদিনের জন্য বাবা-মা হওয়ার স্বাদ হারাতে হবে।

যেসব কারণে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়:

যেসব কারণে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়:


শুক্রথলির কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে:

শুক্রথলি বা টেস্টিসের কার্যকারিতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে তার চিকিৎসা করা মুশকিল। ন্যূনতম ২ কোটি শুক্রাণু না থাকলে সন্তান উৎপাদনে সমস্যা হতে পারে।

ড্রাগ গ্রহণের ফলে:
  ড্রাগ গ্রহণের ফলে অ্যানাবলিক স্টেরয়েড পেশীর শক্তি ও বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। এতে অণ্ডকোষ সংকুচিত হয়ে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। অর্থাৎ মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায়।

অ্যালকোহল:
অ্যালকোহল পান করার ফলে টেস্টোস্টেরনের মাত্রা কমায় যা সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করবে। বিশেষ করে যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে।

আঁটোসাঁটো অন্তর্বাস:
আঁটোসাঁটো অন্তর্বাস পরলে ও টানা বসে কাজ করলেও শুক্রাণু তৈরিতে অসুবিধা হতে পারে। কাজের ফাঁকে কয়েকবার উঠে হেঁটে নিতে হবে। পর্যাপ্ত জল পান ও ঠিক সময়ে শৌচাগার যাওয়া দরকার। প্রস্রাব চেপে রাখলে সংক্রমণ ও তার থেকে শুক্রাণুর সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে এবং এর ফলে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায়

ধূমপান:
ধূমপান মানবদেহের জন্য অনেক ক্ষতিকর। পাশাপাশি এটা স্পার্ম কাউন্টও কমিয়ে দিয়ে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে।

ডিপ্রেশন:
স্পার্ম কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ এই ডিপ্রেশন।যদি আপনি ডিপ্রেশনের শিকার হন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

অতিরিক্ত ওজন: 
অতিরিক্ত ওজনের কারণে  সন্তান উৎপাদন ক্ষমতা কমে যেতে পারে। এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন

বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডা.আঃ সালামের পরামর্শ হল বন্ধ্যাত্বের শুরুতেই এর চিকিৎসা শুরু করলে ভাল ফল আশা করা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ