স্বাস্থ্য প্রতিবেদক : কানের ছিদ্রে প্রদাহ,সংক্রমণ,নিউরালজিয়া,কানে আঘাত কানে ব্যথার অন্নতম কারণ।
কী কী কারণে কান ব্যথা হতে পারে?
বা কানে ব্যথার কারণ :
১। ঠান্ডা লাগলে
২। কানের পর্দার বাহিরের নালীতে ইনফেকশন হলে
৩। এয়ার ক্যানেলে একজিমা হলে
৪। কানে ময়লা জমলে
৫। আক্কেল দাঁতের সমস্যা হলে
৬। ফেসিয়াল নার্ভের ব্যথার কারণেও হতে পারে
৭। কর্ণপটহের ভেতরে তরল জমা হলে। যাকে গ্লু ইয়ার বলে। বড়দের চেয়ে শিশুরাই এতে আক্রান্ত হয় বেশি
৮। কানে সূক্ষ্ম কোন কিছুর আঘাত লাগলে
৯। টনসিল বা ফেরিঞ্জাইটিস এর মত গলার সমস্যার কারণেও হতে পারে কানে ব্যথা
১০। কানের নালীর মধ্যে ঘা হলে
১১। সাইনুসাইটিসের ব্যথার কারণেও হতে পারে কানে ব্যথা
১২। কানের নালীর ভেতরের হেয়ার ফলিকল সংক্রমিত হলে
কানে ব্যথার লক্ষণ:
কানের তীব্র ব্যথা হওয়া।
বমি বমি ভাব।
মাথা ঘোরা।
কানে ভোঁ ভোঁ বা অস্বাভাবিক শব্দ শোনা।
মাঝে মাঝে জ্বর অনুভব হওয়া।
ভারসাম্য বা হাঁটার সমস্যা।
এক কানে শ্রবণশক্তি হ্রাস।
কানের পর্দা ফেটে গেলো যে উপসর্গগুলো দেখা দেয়:
২. কান থেকে পরিষ্কার বা রক্ত মিশ্রিত পানি বের হওয়া
৩. কানে কম শোনা
৪. কানে শো শো বা মেশিন চলার মতো শব্দ
৫. মাথা ঘোরানো
কানে ব্যথা দূর করবেন যেভাবে
বা কানে ব্যথার চিকিৎসা
কান শুকনো রাখুন
গোসলের সময় কানে যেন কোনোরকম পানি ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। গোসল করতে যাওয়ার আগে কানে পেট্রোলিয়াম জেলি মাখানো তুলো গুঁজে নিন।
গরম সেঁক
কানে ব্যথা হলে গরম সেঁক নিলে আরাম পাওয়া যায়। কান থেকে পুঁজ বের হতে দেখলে গরম সেঁক নিন। তাতে কানের ভেতরে জমে থাকা পুঁজ বেরিয়ে যাবে, ব্যথাও কম হবে। গরমপানি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিংড়ে নিন। তারপর যে কানে ব্যথা, তার উপরে ভেজা কাপড়টা দিয়ে মিনিট দুই রাখুন। তারপর মাথা অন্যদিকে কাত করে পুঁজটা বেরিয়ে যেতে দিন।
ভিনেগার
ভিনিগারের অ্যাসিড কানের সংক্রমণ কমাতে পারে। সমপরিমাণ সাদা ভিনেগার আর রাবিং অ্যালকোহল নিন একটা পাত্রে। ড্রপার দিয়ে সংক্রমিত কানে দু’-তিন ফোঁটা দিন। পাঁচ মিনিট ওভাবেই শুয়ে থাকুন তারপর আগের মতোই মাথা অন্যদিকে কাত করে তরলটা কান থেকে বের করে দিন।
হাইড্রোজেন পারক্সাইড ড্রপ
যেকোনো ওষুধের দোকানে হাইড্রোজেন পারক্সাইড পাবেন। কানের ইনফেকশন কমিয়ে পুঁজ শুকোতে দারুণ ভালো কাজ করে এই দ্রবণটি। ড্রপারে করে তিন-চার ফোঁটা দ্রবণ ব্যথার কানে দিয়ে ওভাবেই শুয়ে থাকুন কিছুক্ষণ। তারপর মাথা অন্যদিকে কাত করে কানের ভিতরের তরলটা বের করে দিন। দিনে বেশ কয়েকবার করতে পারেন। ধীরে ধীরে সংক্রমণ কমে ব্যথাও কমে যাবে।
নিমের রস
নিমপাতা ভালো করে ধুয়ে থেঁতো করে নিন। নিমপাতার এই রসটা কানে দিতে পারেন। অথবা নিমের তেলে তুলো ভিজিয়ে নিংড়ে কানে কয়েক মিনিট দিয়ে রাখুন। নিমে ব্যথা কমানোর গুণ রয়েছে যা কান ব্যথায়ও ফল দেয়।
রসুনের তেল
সামান্য অলিভ অয়েলে এক কোয়া রসুন অল্প থেঁতো করে গরম করুন। তেল গরম হলে ছেঁকে নিয়ে তা সংক্রমিত কানে দু’-তিন ফোঁটা দিন। বারকয়েক এমন করলে একটু আরাম পাবেন।
কান খোঁচাবেন না
কানে ব্যথা হলে অনেকেই কানে খোঁচাখুঁচি করেন। তাতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কানে কোনোরকম ইয়ারবাড, দেশলাই কাঠি, সেফটিপিন জাতীয় জিনিস ঢোকাবেন না, তাতে সমস্যা আরও জটিল হতে পারে।
আরও পড়ুনঃ
1 মন্তব্যসমূহ
baccarat casino review & bonus codes 2021 - CasinoSites777
উত্তরমুছুনBaccarat is https://access777.com/ a great option 우리카지노 for choegocasino.com사이트 players in both online and offline casinos. The https://deccasino.com/review/merit-casino/ bonuses listed above will not be offered in any 바카라 사이트 other casino. They will be